Madhyamik Geography Suggestions 2023 | ষষ্ঠ অধ্যায় : উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র | মাধ্যামিক সাজেশন 2023

wbbse-madhyamik-suggestions-2023pdf-download

প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক 2023 পরীক্ষার ভূগোলের সাজেশন (Madhyamik Geography Suggestions 2023) জন্য । আমরা চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik Geography Suggestions 2023 এর অন্তর্গত প্রথম অধ্যায়: বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ  এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।

মাধ্যমিক সাজেশন 2023

ভূগোল

ষষ্ঠ অধ্যায় : উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র

১. বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন : প্রশ্নমান ১

১.১ ভারতে সর্বেক্ষণ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া স্থাপিত হয়–

ক) ১৫৬৭ খ্রিস্টাব্দে 

খ) ১৬৬৭ খ্রিস্টাব্দে 

গ) ১৭৬৭ খ্রিস্টাব্দে

ঘ) ১৮৬৭ খ্রিস্টাব্দে

 

১.২ একটি মিলিয়ন শিটের মধ্যে কত গুলি ইঞ্চি শিট থাকতে পারে–

ক) ১৬টি

খ) ৩২টি

গ) ৬৪ টি

ঘ) ২৫৬ টি

 

১.৩ একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্র হল–

ক) মৌজা মানচিত্র

খ) অ্যাটলাস

গ) ভূবৈচিত্র্যসূচক মানচিত্র

ঘ) আবহাওয়া মানচিত্র

 

১.৪ ভূবৈচিত্র্যসূচক মানচিত্র ভারতে তৈরি করে যে সংস্থা তা হল–

ক) SOI

খ) NASA

গ) ISRO

ঘ) NATMO

 

১.৫ ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ হল–

ক) IRS

খ) LANDSAT

গ) SPOT

ঘ) Station

 

১.৬ জিওস্টেশনারি উপগ্রহ হল–

ক) IRS

খ) INSAT

গ) SPOT

ঘ) LANDSAT

 

১.৭ টেপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হল–

ক) বাদামি

খ) কালো

গ) লাল

ঘ) নীল

 

১.৮ পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহ হল–

ক)  স্পুটনিক

খ) আর্যভট্ট 

গ) রোহিণী

ঘ) IRS–4

 

২. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : প্রশ্নমান ১

দুই-এক কথায় উত্তর দাও (মান ১)

২.১ ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?

২.২ কোন একটি বিষয় কেন্দ্র করে যে মানচিত্র অঙ্কন করা হয় তাকে কি ধরনের মানচিত্র বলে?

২.৩ উপগ্রহ চিত্র কি রুপে প্রকাশ?

২.৪ কোন মানচিত্রে সমোন্নতি রেখার সাহায্যে ভূপ্রকৃতি বোঝানো হয়?

২.৫ PIXEL কথাটির অর্থ কি?

২.৬ ISRO এর সম্পূর্ণ নাম লেখ।

২.৭ INSAT কথাটির অর্থ কি?

২.৯ GIS এর সম্পূর্ণ অর্থ কি?

২.১০ উপগ্রহ থেকে যে বিশেষ ধরনের ক্যামেরার সাহায্যে ছবি তোলা হয় নাম কি?

 

৩. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন : প্রশ্নমান ২

৩.১ Swath কি?

৩.২ পিক্সেল কি?

৩.৩ ব্যান্ড কি?

৩.৪ TCC কি?

৩.৫ GPS কি?

৩.৬ EMR কি?

৩.৭ উপগ্রহ চিত্র বলতে কী বোঝায়?

৩.৮ দুর সংবেদন বা রিমোট সেন্সিং কি?

৩.৯ নাদির বিন্দু কি?

৩.১০ ভূমির ব্যবহারে উপগ্রহ চিত্রের গুরুত্ব কি?


৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন : প্রশ্নমান ৩

৪.১ উপগ্রহ চিত্রের দুটি গুরুত্ব লেখো।

৪.২ ভুবৈচিত্রসূচক মানচিত্র ও উপগ্রহ চিত্রের পার্থক্য কি কি? 

৪.৩ ভূগোল সহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় উপগ্রহ চিত্রের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা কর।

৪.৪ দূর সংবেদন ব্যবস্থা সুবিধা অসুবিধা গুলি উল্লেখ কর হয়।

৪.৫ ভগ্নাংশ সূচক স্কেলের(RF) ব্যবহার উল্লেখ কর।

৪.৬ উপগ্রহ চিত্রের ছদ্ম রং ব্যবহার করা হয় কেন?

৪.৭ স্কেলের ব্যবহার অনুযায়ী যেকোনো দুই ধরনের ভূ বৈচিত্রসূচক মানচিত্রে চারটি বৈশিষ্ট্য লেখ।

৪.৮ মানচিত্রে স্কেলের গুরুত্ব লেখো।

৪.৯ উপগ্রহ চিত্র তোলার কি কি পর্যায় আছে?

৪.১০ জিওস্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখ।

Download Full PDF/download/button/#eb0229

pothon-pathon-online-telegram-channel


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags: madhyamik suggestion 2023 pdf free download, madhyamik suggestion 2023 all subjects, Madhyamik Suggestions 2023 Free PDF Download,মাধ্যমিক সাজেশন 2022 ভূগোল pdf, মাধ্যমিক সাজেশন 2022 ভূগোল ষষ্ঠ অধ্যায় : উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্রসূচক মানচিত্র,
 
 
© Pothon Pathon Online

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post