Madhyamik Geography Suggestions 2023 | পঞ্চম অধ্যায়: ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ | মাধ্যামিক সাজেশন 2023

wbbse-madhyamik-suggestions-2023-chapter5-india-pdf-download

 

প্রিয় ছাত্রছাত্রীরা, পঠন পাঠন অনলাইন এর ওয়েবসাইটে তোমাদের স্বাগত জানাই | আজকের এই পোস্টে আমরা আলোচনা করেছি আসন্ন মাধ্যমিক 2023 পরীক্ষার ভূগোলের সাজেশনস (Madhyamik Geography Suggestions 2023) জন্য । আমরা চাই প্রতিটি মাধ্যমিক পরীক্ষার্থীকে সঠিক দিক নির্দেশনা দেওয়া ও সেই পথেই আমরা প্রতিনিয়ত এগিয়ে চলেছি । আমাদের টিম বিভিন্ন বই ও বিগত বছরের প্রশ্নপত্র পর্যবেক্ষন করে তোমাদের জন্য মাধ্যমিক 2023 এর সাজেশন প্রস্তুত করেছে । আশা করি এর দ্বারা তোমাদের সুবিধা হবে । আজকের এই পোস্টে Madhyamik Geography Suggestions 2023 এর অন্তর্গত প্রথম অধ্যায়: বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ  এর গুরুত্বপূর্ণ ও সম্ভাব্য প্রশ্নগুলি দেওয়া হয়েছে । আসন্ন মাধ্যমিক পরীক্ষা ২০২৩ এর জন্য এই প্রশ্নগুলি অতীব গুরুত্বপূর্ণ । তাই তোমরা নিজেদের পাঠ্য বই পড়ার সাথে সাথে এই প্রশ্নগুলি সমাধান করে নিজেদের পরীক্ষা প্রস্তুতিতে আরও এক ধাপ এগিয়ে যেতে পারো ।

মাধ্যমিক সাজেশনস 2023

ভূগোল

পঞ্চম অধ্যায়: ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ

১. বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন : প্রশ্নমান ১

১.১ নিম্নলিখিত কোন রাজ্যে ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়–

ক) মধ্যপ্রদেশ 

খ) অন্ধপ্রদেশ 

গ) বিহার 

ঘ) উত্তর প্রদেশ

 

১.২ ভারতের রাজ্য পুনর্গঠন এর মূল ভিত্তি ছিল–

ক) ভাষা 

খ) প্রকৃতিগত সাদৃশ্য 

গ) খাদ্যের সাদৃশ্য 

ঘ) অর্থনৈতিক কাজের সাদৃশ্য

 

১.৩ ভারতের উত্তরতম পয়েন্ট হল–

ক) ইন্দিরা পয়েন্ট

খ) ইন্দিরা কল

গ) ছাঙ্গু

ঘ) কিবিথু

 

১.৪ বর্তমান ভারতের মোট অঙ্গরাজ্যের সংখ্যা–

ক) ২৬

খ) ২৭

গ) ২৮

ঘ) ২৯

 

১.৫ মহারাষ্ট্রের উপকূল অঞ্চল কে–

ক) মালাবার

খ) কঙ্কন

গ) করমন্ডল

ঘ) উত্তর সরকার উপকূল বলে

 

১.৬ গঙ্গা নদীর উৎস হল–

ক) যমুনোত্রী হিমবাহ

খ) জেমু হিমবাহ

গ) সিয়াচেন হিমবাহ

ঘ) গঙ্গোত্রী হিমবাহ

 

১.৭ মৌসুমী বিস্ফোরণ প্রথমে দেখা যায়–

ক) কেরালায়

খ) কর্নাটকে

গ) মেঘালয়ে

ঘ) পশ্চিমবঙ্গে

 

১.৮ ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র টি অবস্থিত–

ক) যোধপুরে

খ) পরেশনাথে

গ) দেরাদুনে

ঘ) নাগপুরে

 

১.৯ ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্রটি অবস্থিত–

ক) কটকে 

খ) দিল্লিতে 

গ) গুরগাঁওতে 

ঘ) কলকাতাতে

 

১.১০ হেক্টর প্রতি চা উৎপাদন সর্বাধিক হয় যে রাজ্যে তাহল–

ক) পশ্চিমবঙ্গ 

খ) অসম 

গ) কেরালা 

ঘ) কর্ণাটক

 ১.১১ পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল–

ক)  ইথিলিন 

খ) ন্যাপথা

গ) ন্যাপথলিন 

ঘ) খনিজ তেল

১.১২ ভারতের বৃহত্তম তথ্যপ্রযুক্তি শিল্প কেন্দ্র হল–

ক) কলকাতা 

খ) হায়দ্রাবাদ 

গ) বেঙ্গালুরু 

ঘ) চেন্নাই 

১.১৩ ভারতের ম্যানচেস্টার বলা হয়– 

ক) আমেদাবাদ কে 

খ) কোয়েম্বাটুর কে 

গ) কানপুর কে 

ঘ) মুম্বাই কে 

১.১৪ কোন শহরকে ভারতের ডেট্রয়েট বলা হয়–

ক)  কোয়েম্বাটুর কে 

খ) হায়দ্রাবাদ কে 

গ) চেন্নাই কে 

ঘ) বেঙ্গালুরু কে

 

১.১৫ সর্বশেষ জনগণনা অনুযায়ী ভারতের সর্বনিম্ন জনঘনত্ব দেখা যায়–

ক)  রাজস্থানের 

খ) সিকিমে 

গ) অরুনাচল প্রদেশ 

ঘ) আন্দামানে 

 

১.১৬ মহানগরের ন্যূনতম লোকসংখ্যা হল–

ক) এক লক্ষের বেশি 

খ) দশ হাজার 

গ) পাঁচ হাজার 

ঘ) দশ লক্ষের বেশি

 

১.১৭ পশ্চিম উপকূলের স্বাভাবিক পোতাশ্রয় যুক্ত বন্দরের সংখ্যা বেশি হওয়ার কারণ–

ক) অভগ্ন উপকূল 

খ) ভগ্ন উপকূল 

গ) অনুর্বর মৃত্তিকার উপস্থিতি 

ঘ) হ্রদ ও উপহ্রদের আধিক্য

 

১.১৮ ভারতের বৃহত্তম বন্দর শহর–

ক) হলদিয়া 

খ) চেন্নাই 

গ) কলকাতা 

ঘ) মুম্বাই

 

১.১৯ লৌহ ইস্পাত শিল্প প্রয়োজনে কাঁচামাল হল–

 ক) আকরিক লৌহ 

খ) কয়লা 

গ) ম্যাঙ্গানিজ 

ঘ) সবগুলোই

 

১.২০ উন্নয়নের জীবন রেখা নামে পরিচিত– 

ক) সড়কপথ

খ) রেলপথ

গ) জলপথ

ঘ) আকাশপথ

 

২. অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : প্রশ্নমান ১

দুই-এক কথায় উত্তর দাও (মান ১)

২.১ ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চলের নাম কি?

২.২  ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল একই সঙ্গে দুটি রাজ্যের রাজধানী?

২.৩  ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

২.৪  নাঙ্গা পর্বত কোথায় অবস্থিত?

২.৫ ভারতের কোন মৃত্তিকা কার্পাস চাষের পক্ষে আদর্শ?

২.৬ পাঞ্জাব সমভূমির পলিমাটির নাম কি?

২.৭ পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোথায় অবস্থিত?

২.৮  ভারতের কোন সময় পশ্চিমে ঝঞ্ঝার প্রাদুরভাব দেখা যায়?

২.৯  ভারতের একটি চিরহরিৎ অরণ্য অঞ্চলের নাম লেখ।

২.১০  ভারতের বনভূমির শতকরা পরিমাণ কত? 

২.১১ সুন্দরবনে কোন ধরনের অরণ্য দেখা যায়?

২.১২  ভারতে কোন ধরনের অরণ্য সবচেয়ে বেশি দেখা যায়?

২.১৩ ভারতে কোন অরণ্যে সিংহ পাওয়া যায়?

২.১৪  ভারতের মরু অঞ্চলে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ দেখা যায়?

২.১৫ কোন ফসলকে সোনালী তন্তু বলে? 

২.১৬ ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্প কেন্দ্রটি কোথায় অবস্থিত? 

২.১৭ ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়?

২.১৮  ভারতের একটি শুল্ক মুক্ত বন্দরের নাম লেখ।

২.১৯  ভারতের কোন শহরে প্রথম পাতাররেলে যাত্রা শুরু হয়? 

২.২০ ভারতের বৃহত্তম বন্দরের নাম লেখ।

২.২১  পশ্চিমবঙ্গের দুটি কার্পাস বয়ন শিল্প কেন্দ্রের নাম লেখ।

২.২২ রাসায়নিক শিল্পের প্রয়োজনীয় দুটি কাঁচামালের নাম লেখ।

২.২৩ ভারতের প্রথম কাপড়ের কল কোথায় অবস্থিত?

২.২৪ ভারতের মহানগরের সংখ্যা কয়টি?

২.২৫ ভারতের কোন রাজ্যে মোট জনসংখ্যা সবচেয়ে বেশি?

 ২.২৬ সিন্ধু নদী উৎস ও মোহনা লেখো।

২.২৭ প্লাবন খাল কাকে বলে? 

২.২৮ দক্ষিণ ভারতে খাল সেচ প্রথা প্রচলিত নয় কেন?

২.২৯ ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলা হয় কেন?

২.৩০ আশ্বিনের ঝড় কি? 

২.৩১ রেগুর কি?

২.৩২ উদীয়মান শিল্প বলতে কী বোঝো? 

২.৩৩ শিকড় আলগা শিল্প কি?

২.৩৪  পণ্যসূচক বলতে কী বোঝ?

২.৩৫ কাম্য জনসংখ্যা কাকে বলে?

২.৩৬ শহর বলতে কী বোঝো? 

২.৩৭ নগরায়ন কাকে বলে? 

২.৩৮ মেগাসিটি কি?

২.৩৯ ঝুম চাষ কাকে বলে?

২.৪০ টীকা লেখ: SAIL

 

৩. সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন : প্রশ্নমান ২

৩.১ ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গিয়েছে?

৩.২ ডেকান ট্র্যাপ বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য লেখ।

৩.৩ মালনাদ ও ময়দান কি?

৩.৪ দুন বলতে কী বোঝো? 

৩.৫ কচ্ছের রণ কি?

৩.৬  কয়াল কি?

৩.৭ কারেওয়া বলতে কী বোঝো? 

৩.৮ ভারতের দুটি জলবিভাজিকা অঞ্চলের নাম লেখ।

৩.৮ পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপের নাম ও অবস্থান উল্লেখ কর। 

৩.৯ বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো? 

৩.১০ সামাজিক বন সৃজন বলতে কী বোঝো?

৩.১১ সামাজিক বনসৃজনে দুটি উদ্দেশ্য উল্লেখ কর।

৩.১২  মিলেট বলতে কী বোঝো? 

৩.১৩ ধাপ চাষের গুরুত্ব কি?

৩.১৪ ঝুম চাষ কাকে বলে?

৩.১৫ রবি শস্য কাকে বলে?

৩.১৬ প্লাবন খাল কাকে বলে? 

৩.১৭ বৃষ্টির জল সংরক্ষণের দুটি উদ্দেশ্য লেখ।

৩.১৮ কালবৈশাখী কি?

৩.১৯ ভারতের শীতকাল শুষ্ক হয় কেন?

৩.২০ টীকা লেখ: ল্যাটেরাইট মৃত্তিকা, ইঞ্জিনিয়ারিং শিল্প, সংকর ইস্পাত শিল্প, বাগীচা কৃষি.

৩ .২১ কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য ও বিস্তার আলোচনা কর।

৩.২২ বন্দরের পশ্চাৎ ভূমি কাকে বলে? 

৩.২৩ সোনালী চতুর্ভুজ কাকে বলে? 

৩.২৪ ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো? 

৩.২৫ উত্তর দক্ষিণ করিডর কি?

 

৪. সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন : প্রশ্নমান ৩

৪.১ ভারতে মৃত্তিকা ক্ষয়ের কারণ ও ফলাফল লেখ।

৪.২ সবুজ বিপ্লব বলতে কী বোঝো? 

৪.৩ খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখ। 

৪.৪ পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা পার্থক্য লেখ। 

৪.৫ পশ্চিম হিমালয়ের ভূ প্রকৃতির বর্ণনা দাও।

৪.৬  ভারতের দুই প্রকার স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা কর।

৪.৭ ভারতের চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের বর্ণনা কর।

৪.৮ কার্পাস উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা কর।

৪.৯ ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজন কেন?

৪.১০ ভারতে কৃষির সমস্যা ও সমাধান বলে উল্লেখ করো। 

৪.১১ ভারতের জনসংখ্যা বন্টনের পাঁচটি কারণ আলোচনা কর।

৪.১২ "ভৌম জলের অতিরিক্ত ব্যবহার মানুষের জীবনে বিপর্যয়ের ডেকে আনছে"– যুক্তিসহ ব্যাখ্যা কর।

৪.১৩ মালনাদ ও ময়দানে দুটি পার্থক্য লেখ।

৪.১৪ "ভারতের চেরাপুঞ্জি ও মৌসিনাম অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়"– তোমার যুক্তি দেখাও।

৪.১৫  "করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়"– এই উক্তিটি ব্যাখ্যা কর।

৪.১৬ ভারতের খরা বন্যার প্রাদুর্ভাব ঘটে কেন? 

৪.১৭ মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদের অন্যতম নিয়ন্ত্রক ব্যাখ্যা কর।

৪.১৮ ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব  উদাহরণসহ ব্যাখ্যা কর।

৪.১৯ আমেদাবাদ কে ভারতের ম্যানচেস্টার বলে কেন?

৪.২০ আমেদাবাদে কার্পাস বয়ন শিল্পের একদেশীভবনের কারণগুলি কি কি? 

৪.২১ ভারতের জলবায়ু নিয়ন্ত্রক গুলি বর্ণনা কর।

৪.২২ দাক্ষিণাত্যের ভূপ্রকৃতি বর্ণনা কর।

৪.২৩ ভারতের পল্লী মৃত্তিকা ও কৃষ্ণ মৃত্তিকার বৈশিষ্ট্য গুলি সংক্ষেপে আলোচনা কর।

৪.২৪ স্বাভাবিক উদ্ভিদের ওপর মৌসুমী বায়ুর প্রভাব লেখ। 

৪.২৫ কৃষির ওপর মৌসুমি বায়ুর প্রভাব লেখো।

৪.২৬ ভারতের বৃষ্টির জল কিভাবে সংরক্ষণ করা হয় লেখ।

৪.২৭ ভারতে বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা আলোচনা কর।

 

৫. রচনাধর্মী প্রশ্ন : (প্রশ্নমান ৫)

৫.১ ভারতের জলবায়ু নিয়ন্ত্রক গুলি বর্ণনা কর।

৫.২ ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা কর ।

৫.৩ কৃষির ওপর মৌসুমি বায়ুর প্রভাব লেখো।

৫.৪ ভারতের দুই প্রকার স্বাভাবিক উদ্ভিদ বন্টন ও বৈশিষ্ট্য আলোচনা কর।

৫.৫ বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা আলোচনা কর।

৫.৬ ভারতীয় কৃষিতে জলসেচের প্রয়োজন কেন?

৫.৭ ভারতে ইক্ষু চাষে অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।

৫.৮ পশ্চিম ভারতের পেট্রোর রসায়ন শিল্পের অগ্রগতির কারণ গুলি আলোচনা করো।

৫.৯ ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের পাঁচটি কারণ আলোচনা কর।

৫.১০ ভারতের বড় শহর বা নগরগুলি দ্রুত নগরায়নের কারণে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছে?

৫.১১ ভারতের অর্থনৈতিক উন্নতিতে রেলপথের গুরুত্ব আলোচনা কর।

৫.১২ পশ্চিম ভারতের কার্পাস বয়ন শিল্প গড়ে ওঠা অনুকূল পরিবেশ আলোচনা কর।

৫.১৩ দাক্ষিণাত্যের ভূপ্রকৃতি বর্ণনা কর।

৫.১৪ ভারতে বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ু ভূমিকা আলোচনা কর।

৫.১৫ ভারতে কৃষির সমস্যা ও সমাধান বলে উল্লেখ করো। 

pothon-pathon-online-telegram-channel


তোমাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা তোমরা এই পোস্টের নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে পারো ।

আমাদের লেটেস্ট পোস্টের আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ জয়েন করতে পারো । আমাদের ফেসবুক পেজ জয়েন করার জন্য পাশের লিংকটিতে ক্লিক কর: Pothon Pathon Facebook Page

 

আমাদের Telegram Channel এ জয়েন হতে পাশের লিংক এ ক্লিক করন: Pothon Pathon Telegram

এছাড়া অন্যান্য প্রশ্নের উত্তর পেতে আমাদের মেল করতে পারো | আমাদের মেল আইডি হল: pothonpathononline@gmail.com

 

Tags: madhyamik suggestion 2023 pdf free download, madhyamik suggestion 2023 all subjects, Madhyamik Suggestions 2023 Free PDF Download,মাধ্যমিক সাজেশন 2022 ভূগোল pdf, মাধ্যমিক সাজেশন 2022 ভূগোল পঞ্চম অধ্যায়: ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ,
 
 
© Pothon Pathon Online

0/Post a Comment/Comments

Please put your valuable comments.

Previous Post Next Post